জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর মতিঝিল থেকে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)। তাঁর নাম মো. কাজল।

শুক্রবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে এজিবি কলোনি থেকে তাঁকে গাঁজাসহ গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ আসে, মতিঝিল থানার এজিবি কলোনির পোস্ট অফিস হাইস্কুলের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় গ্রেপ্তার করা হয় কাজলকে। ওই সময় তাঁর কাছ থেকে জব্দ করা হয় ১০ কেজি গাঁজা।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।