যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

চীনের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর তাইপের প্রতি ওয়াশিংটনের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে জানিয়েছে তাইওয়ান।

পূর্ব এশিয়ার দেশটিতে পেলোসির সফর শুরুর পর বুধবার এ কথা জানায় তাইওয়ান। খবর বাসসের।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফর তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে এবং সব ক্ষেত্রে এই দুই পক্ষের মধ্যে বৈশ্বিক সহযোগিতা আরও গভীর হবে।’