ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে দেশটির সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর জাগো নিউজের।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাইগ্রের মেকেলে এলাকায় একটি কারখানায় বিমান হামলা চালানো হয়েছে। এটি তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ব্যবহার করত বলে দাবি তাদের।

সরকারের এক মুখপাত্র সেলামাউইত কাসসা বলেন, ‘আমাদের বিমানবাহিনী টিপিএলএফ “সন্ত্রাসী” গোষ্ঠীর পরিচালিত কারখানা ধ্বংস করে দিয়েছে। ওই কারখানা থেকে সামরিক যন্ত্রাংশ তৈরি করত তারা।’

তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

এর আগে জাতিসংঘ চলতি অক্টোবরে দুটি হামলায় ওই অঞ্চলে তিন শিশুসহ আরও ১৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার কথা জানায়।