পুনাক সভানেত্রী জীশান মীর্জার তত্ত্বাবধানে খোকনের জন্য হুইল চেয়ার ও ক্রাচ প্রদান করা হয়। ছবি: পুলিশ নিউজ

পায়ে গভীর পচন নিয়ে ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে ছিলেন খোকন। তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশ পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসির সহযোগিতায় ফুটপাত থেকে খোকনকে তুলে আনেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। রাজধানীর পঙ্গু হাসপাতালে খোকনকে চিকিৎসা করানোর পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন পুনাক সভানেত্রী।

রাজধানীর পঙ্গু হাসপাতালে খোকনের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন পুনাক সভানেত্রী। ছবি: পুলিশ নিউজ
খোকন এখন অনেকটাই সুস্থ। দুবার অপারেশন হয়েছে। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও তাঁর পচন ধরা পা রক্ষা করতে পারেননি। ডান পায়ের পচে যাওয়া অংশটি কেটে ফেলতে হয়েছে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় ১০ ব্যাগ রক্তও দিতে হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর খোকনকে গাজীপুরে গিভেন্সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

খোকনকে ফুল দিয়ে বিদায় জানাচ্ছেন পুনাক সভানেত্রী। ছবি: পুলিশ নিউজ
পুনাক সভানেত্রী ব্যক্তিগতভাবে হাসপাতালে উপস্থিত থেকে খোকনকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন। তিনি নিয়মিত তাঁর খোঁজখবর রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন।

পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর সময় পুনাক সভানেত্রীর তত্ত্বাবধানে খোকনের জন্য দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, কাপড়, শুকনো খাবার, হুইলচেয়ার ও ক্রাচ সরবরাহ করা হয়।