যশোরে লিখিত পরীক্ষা দিতে কেন্দ্রে যাচ্ছেন টিআরসি পদের প্রার্থীরা। ছবি: পুলিশ নিউজ

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগের অংশ হিসেবে প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএমের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় যশোর পুলিশ লাইনস স্কুলে এ পরীক্ষা শুরু হয়।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রবেশপথে সব প্রার্থীকে চেক করে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এরপর তাঁরা ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেন, যার সময়সীমা ছিল দেড় ঘণ্টা।

লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশে নিয়োগ বোর্ডের সভাপতি ব্রিফিং করেন। একই সঙ্গে লিখিত পরীক্ষার ফল ঘোষণার তারিখ উল্লেখ করেন তিনি।

প্রলয় কুমার জোয়ারদার ২০ এপ্রিল পুলিশ লাইনসে লিখিত পরীক্ষার ফল জানার জন্য সব প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেন।