করোনাভাইরাস I প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনা সংক্রমণের সর্বনিম্ন আক্রান্তের রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার শূন্য দশমিক ১২ শতাংশ। এ সময় এক রোগীর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত ১২ নভেম্বরের (শুক্রবার) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, অ্যান্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) ১ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করে দুজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই দুজনের একজন চট্টগ্রাম শহরের বাসিন্দা, অপরজন পটিয়া উপজেলার। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯১ জন হলো। আক্রান্তের মধ্যে চট্টগ্রাম শহরের ৭৪ হাজার ১০ জন ও গ্রামের ২৮ হাজার ২৮১ জন।

করোনায় আক্রান্তদের মধ্যে বৃহস্পতিবার এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ৩২৬ জন হলো। এর মধ্যে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৩ জনের মৃত্যু হয়েছে।