জুয়ার আসর থেকে চারজনকে আটক করে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। ছবি: পুলিশ নিউজ

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির ও পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিনের নির্দেশনায় মঙ্গলবার চালানো অভিযানে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আসলাম এ আহমদ অন্য পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন টিলাগাঁও সাকিন এলাকার জনৈক আতর আলীর টিনশেড বসতঘরে অভিযান চালান। সে অভিযানে জুয়া খেলার সময় ধরা পড়েন সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাগাঁও এলাকার মাছুম আহমদ (৩৯), একই এলাকার মো. লোকমান (৪০), জেলার কোতোয়ালি থানাধীন সাগর দিঘীরপাড় এলাকার মিজান আহমদ (৩৪) ও হবিগঞ্জের বানিয়াচং থানাধীন তাজপুর এলাকার আবুল কালাম (৪৮)।

পোস্টে উল্লেখ করা হয়, ওই চারজনের কাছ থেকে এক প্যাকেট আমেরিকান প্লেয়িং কার্ড ও ৯ হাজার ১৯৪ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এয়ারপোর্ট থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।