ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, ইউক্রেনে যুদ্ধ থামানোর একমাত্র পথ পুতিনের সঙ্গে বৈঠক। খবর বিবিসি, সিএনএনের।

জেলেনস্কি ৩ মার্চ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাশিয়ায় হামলা করছি না এবং আমরা সেখানে হামলার কোনো পরিকল্পনাও করিনি। আপনি কী চান? আমাদের ভূমি ছাড়ুন। আমার সঙ্গে বসুন।’

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোটের কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি। ৩ মার্চের সংবাদ সম্মেলনেই তিনি বলেন, ‘আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে যুদ্ধবিমান দিন।’