ইউক্রনে রাশিয়ার বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের লড়াই চলছে বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনারহোদার শহরও। এই শহরে অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলার আঘাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি শুধু ইউক্রেনের নয়, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। খবর রয়টার্সের।

ইউক্রেইন কর্তৃপক্ষ বলেছে, রুশ বাহিনী ৪ মার্চ (শুক্রবার) ভোরে এনারহোদার শহরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নিতে হামলা শুরু করে। এরপর একটি ইউনিটে গোলা আঘাত হানলে আগুন ধরে যায়। পরে ওই কেন্দ্রের রিঅ্যাক্টরগুলো বন্ধ করে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী জেনিফার গ্র্যানহোম এক টুইটে বলেন, জাপোরিঝিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইউক্রেইনের জ্বালানিমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানে তেজস্ত্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত দেখা যায়নি।

জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এক টুইটে জানায়, জাপোরিঝিয়ার জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।