সিএমপি ডিবির অভিযানে গ্রেপ্তার পাহাড়তলীতে জোড়া খুনের ঘটনার হোতা। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে পাহাড়তলীতে জোড়া খুনের হোতা মো. ইলিয়াস গ্রেপ্তার হয়েছেন।

কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মো. ইলিয়াসের পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটাক মোড়ে একটি অফিস আছে। তাঁর নেতৃত্বে পরিচালিত দুটি পরস্পরবিরোধী গ্রুপের মধ্যে নারীঘটিত বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইলিয়াস উভয় গ্রুপকে তাঁর অফিসে ডেকে আনেন। অফিসে উভয় গ্রুপের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ইলিয়াস ‘শালাদের ধরে মার’ বলার সঙ্গে সঙ্গে ফয়সাল, বাবু, বিপ্লব, কার্তিকসহ আরও ১০ থেকে ১৫ জন ভিকটিম মাসুম ও সজীবকে এলোপাতাড়ি ছুরি মেরে মারাত্মক আহত করে। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুম ও সজীবকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারের জন্য ডিবি (পশ্চিম ও বন্দর) কাজ শুরু করে এবং পালিয়ে কক্সবাজার চলে যাওয়ার পথে চকরিয়া থেকে মামলার ১ নম্বর বিবাদী মো. ইলিয়াসকে গ্রেপ্তারে সক্ষম হয়।