পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত এলাকার বুর্গি থানায় রোববার (১৮ ডিসেম্বর) ভোরে জঙ্গি হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

লাক্কি পুলিশের মুখপাত্র শহীদ হামিদ বলেন, মধ্যরাতে থানায় হামলা চালিয়ে ভবনে প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। এ সময় ৬০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, পুলিশ সদস্যরা প্রায় ৪৫ মিনিট জঙ্গিদের সঙ্গে লড়াই করেন। অন্ধকারের সুযোগে জঙ্গিরা পালিয়ে যায়।

লাক্কি শহর থেকে বুর্গি থানায় পৌঁছাতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। সূত্র : দ্য ডন