ইউক্রেন সীমান্তের কাছে রুশ অস্ত্র ডিপোতে বৃহস্পতিবার আগুন ধরে। ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লাগার পর রাশিয়ার দুটি গ্রাম খালি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

মস্কোর দখলকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়ার একটি সামরিক ঘাঁটি ও যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের কয়েক দিন পরই এই আগুনের ঘটনা ঘটে। রাশিয়া এই বিস্ফোরণকে কিয়েভের ‌নাশকতা বলে অভিহিত করেছে। খবর বাসসের।

এই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে বলেন, ইউক্রেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের কম দূরে বেলগোরোড প্রদেশের টিমোনোভো গ্রামের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লাগে।

আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি, তবে টিমোনোভো এবং নিকটবর্তী গ্রাম সোলোটির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানো হয়েছে।

তিনি বলেন, কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি বিশাল আগুনের গোলা ঘন কালো ধোঁয়াসহ আকাশে ছড়িয়ে পড়ছে।

আরেক ভিডিওতে দূরে পরপর কয়েকটি বিস্ফোরণ দেখা গেছে।