ম্যাচ চলাকালীন একটি মুহূর্ত। ছবি : সংগৃহীত

নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। সেমিফাইনালে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে তারা। শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

মঙ্গলবার (২০ জুন) হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান করে বাংলাদেশ।

জবাবে সব ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ১৬ বলে ২১ রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের নাহিদা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ নারী ইমার্জিং দল : ৯ ওভারে ৫৯/৭ (সাথি ৪, দিলারা ৪, সোবহানা ০, লতা ০, মুর্শিদা ১, স্বর্ণা ৪, রাবেয়া ১০, নাহিদা ২১, সুলতানা ৬; ফাতিমা ২-০-১০-৩, আনোশা ২-০-৬-২, উম্মে হানি ১-০-১১-০, আরব ২-০-৮-০, তুবা ২-০-২২-১)

পাকিস্তান নারী ইমার্জিং দল : ৯ ওভারে ৫৩/৪ (জুলফিকার ১১, আইমান ১৮, সাদাফ ৮, নাটালিয়া ২, ফাতিমা ১০, আরব ৩; মারুফা ২-০-৯-১, সানজিদা ২-০-২০-০, নাহিদা ২-০-৮-১, রাবেয়া ২-০-১৩-২, সুলতানা ১-০-২-০)

ফল: বাংলাদেশ নারী ইমার্জিং দল ৬ রানে জয়ী

প্লেয়ার অব দ্য ম্যাচ : নাহিদা আক্তার