বল দখলের লড়াইয়ে ইংল্যান্ড ও ইরানের দুই ফুটবলার। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের গ্রুপ পর্বের ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

সোমবার (২১ নভেম্বর) কাতারের রাজধানী দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৩৫ মিনিটে ইংল্যান্ডকে লিড এনে দেন জুড বেলিংহাম।

ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ৪৩ মিনিটে গোল করেন বুকায়ো সাকা। এরপর রাহিম স্টার্লিং গোল করলে ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৬২ মিনিটে আবারও গোল করেন সাকা। এর তিন মিনিট পর একটি গোল শোধ করে ইরান। গোল করেন মিডফিল্ডার মেহদী তারেমি।

৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার ৬৯ সেকেন্ডের মধ্যে গোল করে রাশফোর্ড। বিশ্বকাপের ইতিহাসে বদলি হিসেবে নেমে দ্রুততম গোলের রেকর্ড এটি। ৮৯ মিনিটে ইরানের কফিনে শেষ পেরেক ঠোকেন জ্যাক গ্রিলিশ। অতিরিক্ত সময়ে তারেমি গোল করে পরাজয়ের ব্যবধান কমান। ফলে ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

২৫ নভেম্বর আল-বায়াত স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই দিন আহমাদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে খেলতে নামবে ইরান।