মাশরাফি বিন মর্তুজা। ছবি: সংগৃহীত

কোমরের ইনজুরির কারণে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই অনিশ্চিত পেসার মাশরাফি বিন মর্তুজার খেলা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মিনিস্টার গ্রুপ ঢাকার অনুশীলন সেশনে কোমরে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন মাশরাফি। খবর বাসসের।

ঢাকার ফিজিও এনামুল হক জানিয়েছেন, বিপিএলের শুরুতে মাশরাফিকে পাওয়ার সম্ভাবনা নির্ভর করছে তাঁর ফিটনেস ও ব্যথা কতটা দ্রুত কমে, তার ওপর।

এনামুল বলেন, ‘দীর্ঘস্থায়ী কোমরের ব্যথার কারণে বোলিং করেননি মাশরাফি। তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তিনি খেলেন কি না, তা নির্ভর করছে ব্যথামুক্ত ও ফিট থাকার ওপর। সে ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি। ব্যথা কমার আগে কিছু বলা যাচ্ছে না।’