কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী জোনে ঘুরতে গিয়ে আহত পর্যঘটককে প্রাথমিক চিকিৎসা দেন ট্যুরিস্ট পুলিশের এক সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

দেশের পর্যপটনকেন্দ্রগুলোয় দায়িত্ব পালনরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যসটকদের সুরক্ষায় সবসময়ই প্রস্তুত। পর্য টকেরা যেন কোনোরকম কোনো সমস্যায় না পড়েন, সমস্যায় পড়লে দ্রুত তাদের সহযোগিতা পৌঁছে দেওয়াসহ নানা ধরনের কাজ ট্যুরিস্ট পুলিশ করে যাচ্ছে নিবেদিতপ্রাণ হয়ে। তারই ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে গিয়ে আহত দুই পর্যহটককে চিকিৎসা দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী জোন এলাকায় ২৪ জুলাই (রোববার)।

কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী জোনে ঘুরতে গিয়ে আহত পর্যঘটককে প্রাথমিক চিকিৎসা দেন ট্যুরিস্ট পুলিশের এক সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

ট্যুরিস্ট পুলিশ জানায়, ওই দুই পর্যীটক সমুদ্র সৈকতের ইনানী জোনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে পাথরের ওপর দিয়ে হাঁটতে গিয়ে আহত হন দুজনই। একজন পায়ে আঘাত পান, অপরজন হাতে ও মুখে। খবর পেয়ে দ্রুত তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশের এই সেবায় মুগ্ধ ওই দুই পর্যছটকসহ তাঁর সঙ্গে ঘুরতে যাওয়া অন্যরা।