কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে ট্যুরিস্ট পুলিশের প্রচারণা। ছবি: বাংলাদেশ পুলিশ

বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকত। বছরের প্রায় প্রতিটা দিনই এখানে দেশি-বিদেশি পর্য টকদের আসা-যাওয়া থাকে। ব্যস্ত জীবন থেকে ক্ষণিক ছুটি মিললেই অনেকে ছোটেন বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকতে।

কিন্তু সবার অসচেতনতায় কক্সবাজার সমুদ্র সৈকতে জমছে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। এতে স্থানীয় পরিবেশ ও বাস্তুসংস্থানের জন্য হুমকি বাড়ছে। এই অবস্থায় সৈকতকে পরিচ্ছন্ন রাখতে সবসময়ই সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ। তারই অংশ হিসেবে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের সদস্যরা নিয়মিত প্রচারণা ও অভিযান পরিচালনা করছেন।

ট্যুরিস্ট পুলিশ জানায়, ২৫ জুলাই (সোমবার) বিকেলে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা সৈকতের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ব্যবহৃত কাগজের প্যাকেট, প্লাস্টিক কাপসহ সব ধরনের আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার মাধ্যমে পরিচ্ছন্ন সৈকত গড়ার নির্দেশনা দেন।