একজন ওসির হাতে বডি ওর্ন ক্যামেরা তুলে দিচ্ছেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম। ছবি: পুলিশ নিউজ

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নের অংশ হিসেবে নোয়াখালী জেলা পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে বডি ওর্ন ক্যামেরা তুলে দেওয়া হয়েছে।

৩ ফেব্রুয়ারি নোয়াখালী পুলিশ লাইনসে শহীদ কনস্টেবল মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভায় এ ক্যামেরা হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতী খীসাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ দিন সকাল ১০টায় ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পিপিএম। মাসিক কল্যাণ সভায় ২০২২ সালের জানুয়ারি মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ৭ জন, বিশেষ পুরস্কারপ্রাপ্ত ৫ জনসহ মোট ১৩ জন কর্মকর্তাকে সার্টিফিকেট ও অর্থ প্রদান করা হয়।

কল্যাণ সভায় শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান এবং শ্রেষ্ঠ ওসির পুরস্কার পান সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন ও দ্বিতীয় স্থান অধিকার করেন হাতিয়া থানার ওসি মো. আনোয়ার ইসলাম।

পদকপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আইজিপি ব্যাচ পরিয়ে দিচ্ছেন নোয়াখালীর পুলিশ সুপার। ছবি: পুলিশ নিউজ

কল্যাণ সভায় পুলিশ সপ্তাহ-২০২২-এ নোয়াখালী জেলা পুলিশের আইজিপি ব্যাচ প্রাপ্ত চারজনকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-এর পক্ষে ব্যাচ পরিয়ে দেন নোয়াখালীর পুলিশ সুপার।