নেপালে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩১ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ভূমিকম্প হয়। খবর যুগান্তরের।

ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রাজধানী কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে এই ভূমিকম্প হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।