রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধে টানার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সমকালের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে একটি সংঘর্ষকে ব্যবহার করা। ইউরোপে ন্যাটো জোট বাহিনীর ব্যাপারে রাশিয়ার আশঙ্কাকে উপেক্ষা করছিল যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাগম করলে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে প্রায় এক লাখ সৈন্য জড়ো করার পাশাপাশি ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ এবং বিমান শক্তির সমাবেশ ঘটায় রাশিয়া।

এ জন্য পশ্চিমারা অভিযোগ করছে, ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া। যদিও রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করছে এবং বলছে, ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা দেশটির নেই।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আক্রমণ কেবল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ হবে না, এটি ইউরোপের যুদ্ধ হবে এবং পুরো মাত্রার একটি যুদ্ধ হবে।