দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিমান। ছবি: সংগৃহীত

হাইতিতে একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গত বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানায়। খবর এএফপির।

পুলিশ জানায়, বিমানটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় জ্যাকমাল শহরে যাচ্ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে পাইলটও রয়েছেন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় বিমানের যাত্রী ছাড়াও এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিমানটি খাদ্য পণ্য বহন করা একটি ট্রাকে আঘাত করে।

বুধবার প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি টুইটার বার্তায় বলেন, ‘ক্যারিফোর শহরে রাস্তার ওপর একটি ছোট বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’