শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি: বাংলাদেশ পুলিশ।

নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গতকাল শুক্রবার মধ্যরাতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

জেলা শহরের পুরাতন স্টেশন, কলেজ স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পুলিশ সুপার বলেন, এই ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে মানুষ অনেক কষ্টে রাত্রিযাপন করছে। তাদের কষ্ট দূর করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা শীতবস্ত্র দেওয়ার মাধ্যমে উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানো প্রয়োজন। তাদের একটু সহায়তায় অনেকে উষ্ণতার ছোঁয়া পাবে।

পুলিশ সুপার আরও বলেন, নীলফামারী জেলা পুলিশ সব সময় দুস্থ অসহায় সুবিধাবঞ্চিত শিশু ও প্রতিবন্ধী মানুষের পাশে আছে এবং থাকবে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, নীলফামারী থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।