বাংলাদেশ পুলিশের ৭২ জন সাব-ইনন্সপেক্টরকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ১০ জন সার্জেন্টকেও ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পুলিশ হেড কোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং শাখা-২ থেকে পৃথক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত প্রজ্ঞাপণগুলো ১৯ জানুয়ারি জারি করা হয়।

প্রজ্ঞাপণে জানানো হয়, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) পদে কর্মরত ২১ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে কর্মরত ৫১ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সার্জেন্ট পদে কর্মরত ১০ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।