কেএমপির গ্র্যান্ড কল্যাণ সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গ্র্যান্ড কল্যাণ সভা রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

সভার শুরুতে কেএমপির বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন কেএমপি কমিশনার।

এ সময় বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নির্দেশনা দেন কেএমপি কমিশনার। একই সঙ্গে হ্যালো কেএমপি অ্যাপস ব্যবহার করতে প্রচারণা চালানোর কথা বলেন তিনি।

এ ছাড়া স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. মেসবাহ উদ্দিন বেপারী; কনস্টেবল মো. আবুল কাশেম এবং কনস্টেবল মো. ওবায়দুল হক গাজীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফঅ্যান্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল-মাসুম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।