ময়মনসিংহে পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামির নাম মো. মাহফুজুর রহমান তুহিন (২০)।

ময়মনসিংহ পুলিশ জানায়, ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার ইটাখোলা রোডে ৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মো. আবুল মুনসুর নামের এক ব্যক্তির বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে অজ্ঞাত চোরেরা। অভিযোগ পেয়ে কাজ শুরু করে দেয় পুলিশ। তারই ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে মাহফুজুরকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়। সেই তথ্যের ভিত্তিতে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে চুরি হওয়া একটি সোনার আংটি, এক জোড়া সোনার বালা, একটি সোনার চেইন এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামি মাহফুজুরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।