বিশ্বকাপের শিরোপা হাতে উদযাপনে ব্যস্ত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) কেপটাউনে টসে জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে অজিরা। ওপেনার বেথ মুনি ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন।

১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৭ রান করতে পারে স্বাগতিকরা। ওপেনার লোরা ভলভার্ট ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন।

এ নিয়ে আটবারের মধ্য ছয়বারই শিরোপা জিতল অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা একবার করে শিরোপা জিতেছে।