বল দখলের লড়াইয়ে রবার্ট লেভানদোভস্কি। ছবি : সংগৃহীত

রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে বুধবার (১৩ অক্টোবর) রাতে ক্যাম্প ন্যুয়ে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এরপরেও ইউরোপা লিগে অবনমনের শঙ্কায় আছে বার্সেলোনা।

প্রথমার্ধে দেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৫০ ও ৬৩ মিনিটে দুই গোল করে লিড নেয় ইন্টার। ৮২ মিনিটে বার্সাকে সমতায় ফেরান লেভানদোভস্কি।

কিন্তু ৮৯ মিনিটে আবারও এগিয়ে যায় ইন্টার। তবে অতিরিক্ত সময়ে গোল করে বার্সাকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন লেভানদোভস্কি।

এর ফলে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে খেলার বিষয়টি এখন আর বার্সার হাতে নেই। আগামী ২৬ অক্টোবর ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লাজেনকে ইন্টার মিলান হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে কাতালান জায়ান্টরা। ফলে ইউরোপা লিগে খেলতে হবে জাভির শিষ্যদের।