বদলি হিসেবে মাঠে নেমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। মিসরীয় এই তারকার নৈপুণ্যে বুধবার (১৩ অক্টোবর) রাতে রেঞ্জার্সকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল।

এর মাধ্যমে এবারের মৌসুমে সব মিলিয়ে প্রথম ১১টি ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে অল রেডরা।

গ্লাসগোতে স্কট আরফিল্ডের ১৭ মিনিটের গোলে পিছিয়ে পড়েছিল লিভারপুল। কিন্তু এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে আসা রেঞ্জার্সকে হতাশ করে একের পর এক গোল করেছেন ফিরমিনো-সালাহরা।

দ্বিতীয়ার্ধে সালাহ-ঝড়ে ইউরোপীয় আসরে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড স্পর্শ করেছে স্বাগতিক রেঞ্জার্স। চার ম্যাচে এখনো জয় পায়নি দলটি, হজম করেছে ১৬ গোল।