সুনামগঞ্জের ধরমপাশায় ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি। ছবি: সুনামগঞ্জ জেলা পুলিশ

সুনামগঞ্জের ধরমপাশায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় কাপড়সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ধরমপাশা থানাধীন ধরমপাশা গ্রামে অভিযান চালিয়ে ওই থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মো. সোহেল মাহমুদ, এএসআই মো. মহিউদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার ভোরে ওই গ্রামের একটি রাস্তায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ২টি পিকআপ ভ্যান এবং পিকআপ ভ্যানে রক্ষিত ৮২ বস্তায় ১৬৯১টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় তৈরি শাড়ি পিকআপে করে গাজীপুরের মাওনায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ (২৩), নাজমুল (২২), মো. সাব্বির (১৬) ও রায়হান (১৭)।

এ ঘটনায় ধরমপাশা থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।