উদ্ধার করা মোবাইল ফোন। ছবি: বাংলাদেশ পুলিশ।

মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা সাধারণ জনগণকে সব ধরনের আইনি সহযোগিতা দিতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় সম্প্রতি জেলা পুলিশ জিডিমূলে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং সাটুরিয়া থানা-পুলিশ মোট ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করেছে।

১ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাইরে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানায় ৩০টি , সিংগাইরে ২৩টি, সাটুরিয়ায় ১টি, শিবালয়ে ২টি, ঘিওরে ৬টি, দৌলতপুরে ৪টি ও হরিরামপুরে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকেদের কাছে হস্তান্তর করেন। সকলের সহযোগিতায় এই উদ্যোগ চলমান থাকবে বলে পুলিশ সুপার সবাইকে আশ্বস্ত করেন।