পুলিশি হেফাজতে চার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চুরি যাওয়া ৩৯১ মণ ভুট্টা ও একটি ট্রাক উদ্ধার করেছে জামালপুরের দেওয়ানগঞ্জ থানা-পুলিশ। এ ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ মে) পুলিশ জানায়, ময়মনসিংহের ত্রিশাল এবং নাটোরের বড়াইগ্রাম থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

আসামিরা হলেন মো. আল আমীন (২৫), মো. মিলন মুন্সি ওরফে বাবু (২২), মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৩) ও মিহাদ মুন্সি (২০)।

দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, ৯ মে রাতে মনসুর আহম্মেদ নামের এক ব্যবসায়ী ট্রাকের মাধ্যমে ৬৪৩ মণ ভুট্টা দেওয়ানগঞ্জ থেকে গাজীপুরের বাঘের বাজার এলাকায় পাঠান। কিন্তু গন্তব্যস্থলে না গিয়ে ভুট্টা ও ট্রাক নিয়ে পালিয়ে যান চালক ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় গত ১৮ মে মামলা করা হয়।

উদ্ধার করা ভুট্টা। ছবি : বাংলাদেশ পুলিশ

তিনি জানান, ১৯ মে রাতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের ত্রিশাল থেকে ট্রাকচালক মো. আল আমিনকে গ্রেপ্তার করা হয়। ভুট্টাবাহী ট্রাকটি নাটোরে আছে বলে জিজ্ঞাসাবাদে জানান আসামি। পরে নাটোরের বড়াইগ্রাম থানাধীন
সর্দার পাড়া গ্রামে আসামি মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৯১ মণ ভুট্টা ও ট্রাকটি জব্দ করা হয়। পরে মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আসামি জাহিদ ও মিহাদকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ানগঞ্জ থানায় করা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।