এপিবিএনের হেফাজতে দুই আসামি এবং জব্দ করা স্বর্ণ। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে কোটি টাকার স্বর্ণ পাচারকালে দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২১ মে) বিকেলে বিমানবন্দর থেকে আসামি সাদ্দাম হোসেন (৩৩) ও নিজাম খন্দকারকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁরা ঢাকা জেলার বাসিন্দা।

জব্দ করা স্বর্ণের বার। ছবি : বাংলাদেশ পুলিশ

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যাত্রীরা লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করছিলেন। এ সময় অভিযুক্ত দুই যাত্রী ট্রলি টেম্পারিংয়ের চেষ্টা করেন। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাঁদের আটক করে এপিবিএন অফিসে নেওয়া হয়।
জব্দ করা স্বর্ণের প্লেট। ছবি : বাংলাদেশ পুলিশ

জিয়াউল হক আরও জানান, যাত্রী সাদ্দাম ও নিজামের সঙ্গে থাকা ব্যাগ ও হাতঘড়িতে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বার ও প্লেট। সাদ্দামের কাছ থেকে ৪২০ গ্রাম এবং নিজামের কাছ থেকে ৬৯১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা ১ কেজি ১১ গ্রাম স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ১০ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।