বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তিসহ পিছিয়ে পড়া মানুষের মাঝে কম্বল বিতরণ কুড়িগ্রাম জেলা পুলিশের। ছবি: সংগৃহীত

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় কষ্টে আছেন কুড়িগ্রামের খেটে খাওয়া ও দিনমজুর মানুষ। এই ঠান্ডায় বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তিসহ পিছিয়ে পড়া এসব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা পুলিশ। খবর দেশ রূপান্তরের।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চর সিতাইঝার চরাঞ্চলের ২ শতাধিক অসহায় মানুষের মাঝে নাভানা গ্রুপের সহোযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন নাভানা গ্রুপ ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ জাহিদুল হোসাইন, কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান প্রমুখ।

অপরদিকে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গম চরাঞ্চলের ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। এ ছাড়া উলিপুর ও চিলমারীর প্রত্যন্ত চরের মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের কম্বল পেয়ে সদরের সিতাইঝার চরের রহিম মিয়া বলেন, আমার চরে আজ আসি পুলিশ কম্বল দিলে। এত দিন কাউও আইসে নাই। আজ মেলা মানষে আমরা কম্বল পাইলোং। আরও কয়েদিন আগোত কম্বল পাইলে আরও ভালো হইলো হয় আমারগুলার।

পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। ইতিমধ্যে কুড়িগ্রামের বিভিন্ন থানায় প্রায় ২ হাজার কম্বল বিতরণ করেছি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।