পুলিশের হেফাজতে গ্রেপ্তার জুয়ারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর থানাপুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১৩ জুয়ারিকে গ্রেপ্তার করেছে।

চর রাজিবপুর থানাপুলিশের একটি টিম গতকাল ১৯ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বালিয়ামারী আদর্শ এলাকা থেকে জুয়াখেলা অবস্থায় ১৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন-মো. সোহরাব হোসেন (২২), মো. নয়ন ইসলাম (৩২), মো. মিজানুর রহমান (২৮), মো. নুর নবী (৩৫), মো. এরশাদুল হক (৩০), মো. খোকন মিয়া (২১), মো. শাকিল খান (২৩), মো. নুরু মিয়া (৩০), মো. শুকুর আলী (২৬), মো. জালেফ মিয়া (২৩), মো. মাইদুল ইসলাম (২৮), মো. রাশেদুল ইসলাম (২৩) এবং মো. তাজুল ইসলাম (৩০)।

তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারিদের গ্রেপ্তার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।