কেরানীগঞ্জে আমান ফাউন্ডেশন-সংলগ্ন কেরানীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপারের সহধর্মিণী ও ঢাকা জেলা পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

শীতে কাঁপছে পুরো দেশ। এই অবস্থায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা জেলা পুলিশ। কেরানীগঞ্জে আমান ফাউন্ডেশন-সংলগ্ন কেরানীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ২৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টার দিকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপারের সহধর্মিণী ও ঢাকা জেলা পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে ‘শীত বস্ত্র উপহার অনুষ্ঠান-২০২৪’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জে আমান ফাউন্ডেশন-সংলগ্ন কেরানীগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা পুলিশ সুপারের সহধর্মিণী ও ঢাকা জেলা পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে ৩২০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ ও দুপুরের খাবার দেওয়া হয়। এ সময় ওই শিশুদের অভিভাবকেরা ঢাকা জেলার পুনাক সভানেত্রী ও ঢাকা জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।