দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির বিজ্ঞানীরা নতুন একটি ধরন নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিক্যাবল ডিজিজ স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে। খবর প্রথম আলোর।
বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার এই ধরন দ্রুত রূপান্তরিত হয়। নতুন ধরনটির নাম ‘সি.ওয়ান.টু.’ ।
দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ এলাকায় ইতিমধ্যে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সি.ওয়ান.টু. ধরন করোনার অন্যান্য ধরনের তুলনায় দ্বিগুণ ও দ্রুত রূপান্তরিত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ আফ্রিকার ৯টি প্রদেশে করোনার নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এ ছাড়া চীন, মরিশাস, নিউজিল্যান্ড ও ব্রিটেনের বেশির ভাগ জায়গায় এ ধরনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ লাখ মানুষ। মারা গেছেন ৮১ হাজার ৮৩০ জন।