নাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এটি ২০১২ সালের ছবি। রয়টার্স

নাইজেরিয়ায় একট অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কয়েকটি শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।

গত শুক্রবার দেশটির রিভার্স রাজ্যে ঘটনাটি ঘটে।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা বলেন, ‘হতাহতের সংখ্যা অনেক। আমরা ২৫টি মৃতদেহ গুনেছি। নিহতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার ভোররাতের দিকে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি সম্প্রদায়ের লোক নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় পুলিশের একজন মুখপাত্র এর আগে বিস্ফোরণের কথা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা প্রকাশ করেননি।

নাইজেরিয়ার তেলসমৃদ্ধ বদ্বীপ অঞ্চলে অনেক অবৈধ তেল শোধনাগার আছে। বিক্রির জন্য স্থানীয় দরিদ্ররা পাইপলাইন ফুটো করে তেল সংগ্রহ করে। এসব তেল ড্রামে নিয়ে শোধন করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে।