আফগানিস্তান টেস্ট দল। ফাইল ছবি: এএফপি

ক্যাপশন: আফগানিস্তান টেস্ট দল। ফাইল ছবি: এএফপি

পুলিশ নিউজ
আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সব ক্ষেত্রের মতো অনিশ্চয়তার ছায়ায় পড়ে গিয়েছিল দেশটির ক্রিকেটও। আকাশপথে যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত স্থগিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে তাদের সিরিজ। শঙ্কায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানদের ঐতিহাসিক টেস্টও। তবে তালেবানের এক নেতা ‘সবুজ সংকেত’ দেওয়ার পরপরই এ ম্যাচ নিয়ে আশার কথা শোনাল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। খবর প্রথম আলোর।
আফগানদের সঙ্গে পাকিস্তানের সিরিজ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। শুরুতে পাকিস্তান পর্যন্ত সড়কপথে গিয়ে সেখান থেকে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল আফগানিস্তানের, তবে সে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি শেষ পর্যন্ত।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট ঠিক সময়েই হবে বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়াও। তালেবানের এক নেতা ‘সবুজ সংকেত’ দেওয়ার পরপরই এ ম্যাচ নিয়ে আশার কথা শুনিয়েছে অস্ট্রেলিয়া। শুরুতে গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতিতে সেটি স্থগিত করা হয়েছিল।
তালেবানের সংস্কৃতি কমিশনের সহকারী প্রধান আহমাদুল্লাহ ওয়াসিক অস্ট্রেলিয়ার এসবিএসকে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরের ক্ষেত্রে কোনো বাধা দেবেন না তাঁরা। ‘আফগানিস্তান দলকে অন্য আন্তর্জাতিক দলের সঙ্গে খেলার ক্ষেত্রে আমরা বাধা দেব না। ভবিষ্যতে আমরা সব দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই। সে ভালো সম্পর্ক গড়ে উঠলে আফগান খেলোয়াড়েরা অস্ট্রেলিয়ায় যেতে পারেন, তাঁরাও এখানে আসতে পারেন।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্রের কণ্ঠেও শোনা গেছে আশার সুর, হোবার্টে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট আয়োজনের পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছে। দুই বোর্ডেরই এ ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সদিচ্ছা আছে। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা হবে।
তালেবানের ক্ষমতা দখলের পরও ক্রিকেট কোনো ঝামেলায় পড়বে না, আগেও বলা হয়েছিল এমন। সম্প্রতি লেগ স্পিনার রশিদ খানও বলেছেন এমন কথাই, ‘ক্রিকেটের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের দেশের সবাই ক্রিকেট ভালোবাসে। তারা খেলাধুলা ভালোবাসে। খেলোয়াড়দের সহায়তাও করে, এটা দেখতে ভালোই।’
তালেবানের কথা শুনেও আশাবাদী রশিদ, ‘গত কয়েক দিনে আমরা তাদের কিছু সাক্ষাৎকার দেখেছি। তারা খেলা নিয়ে কথা বলেছে। জানিয়েছে, “আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের খেলোয়াড়দের ভালোবাসি, বিশ্বজুড়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখতে চাই।” এসব দেখে ভালোই লাগছে। আপাতত আমাদের কোনো সমস্যা নেই।’