প্রতীকী ছবি

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের পুরুষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ সালের ওয়ানডে এবং ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১৪ দল নিয়ে সাদা বলের এই ইভেন্টের আয়োজন করা হবে বলেও নিশ্চিত করেছে আইসিসি।

১১টি পূর্ণ সদস্যদেশের পাশাপাশি অংশ নেবে তিনটি সহযোগী সদস্যদেশ। ১৪ দল নিয়েই এ সময়ের মধ্যে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপের পাশাপাশি পুরুষদের চারটি টি-২০ বিশ্বকাপ ও দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হবে।

যৌথভাবে প্রথমবারের মতো ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রে কখনো হয়নি আইসিসির বড় কোনো ইভেন্ট।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে থাকবে ২০১০ বিশ্বকাপ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।