রবার্ট লেভানদোভস্কি। ছবি : সংগৃহীত

রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে এলচেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। খবর বাসসের।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ম্যাচের ১৪ মিনিটে লেভানদোভস্কিকে অন্যায়ভাবে চ্যালেঞ্জ করায় ডিফেন্ডার গঞ্জালো ভারডু সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় এলচে।

ম্যাচের ৩৪ মিনিটে গোল করে বার্সাকে লিড এনে দেন লেভানদোভস্কি। ৪১ মিনিটে মেমফিস ডিপের শক্তিশালী শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগে পেড্রি তৃতীয় গোল যোগ করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। বিরতির পর তিন মিনিটের মধ্যে দারুণ ফিনিশিংয়ে লেভা নিজের দ্বিতীয় গোল করলে বার্সেলোনার দাপুটে জয় নিশ্চিত হয়।

গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার পর থেকে পোলিশ এই স্ট্রাইকার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় তিনি আট ম্যাচে ১১ গোল করলেন।