আফিফ হোসেন। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন নম্বরে ব্যাটিং করার আগ্রহ প্রকাশ করেছেন আফিফ হোসেন।

দীর্ঘদিন ধরে এই পজিশনে নিয়ে সমস্যায় বাংলাদেশ। লিটন দাস ও সাকিব আল হাসানসহ বেশ কয়েকজনকে দিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে টিম ম্যানেজমেন্ট। খবর বাসসের।

সাধারণত মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন আফিফ। বেশিরভাগ সময় চার কিংবা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন তিনি। তবে তিন নম্বরেও ব্যাটিং করার সামর্থ্য আছে বলে মনে করেন আফিফ।

তিনি জানান, তিন নম্বরে নিজেকে প্রমাণের জন্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।

ঢাকা ডমিনেটর্সদের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৮ উইকেটে জয়ে ৫২ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন আফিফ। পাওয়ার প্লেতে কোনো ঝুঁকি না নিলেও নিয়মিত বাউন্ডারি আদায় করে নেন তিনি। পেসার ও স্পিনারদের সামলাতে তেমন বেগ পেতে হয়নি তাঁকে। প্রতিপক্ষের বোলারদের দারুণভাবে সামাল দেন এই তরুণ ব্যাটার।