টাকার লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান ১ নম্বরে ‘গ্লোরিয়া জিন্স কফিস’ নামে রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানায়, ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন একজন পথচারী। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ বলেন, ‘বিকেল চারটার দিকে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আমরা জড়িত দুজনকে হেফাজতে নিয়েছি।’

তিনি জানান, তাঁদের আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটে। সূত্র: সমকাল