সিলেটে বিচারাধীন বিভিন্ন মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে ৮৪৫ দশমিক ৮৯ লিটার চোলাই মদ ও ৪ লাখ ৬০ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি ধ্বংস করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা তিনটায় পাঁচটি বিচারাধীন মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ৬৭৭ লিটার চোলাই মদ এবং ৪ লাখ ৬০ হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি ধ্বংস করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডিসি অফিস চত্বরে ড্রেনে ঢেলে ও পুড়িয়ে এগুলো ধ্বংস করা হয়।
পোস্টে আরও জানানো হয়, পরে একই স্থানে বিকেল চারটায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল মোমেনের উপস্থিতিতে দুটি বিচারাধীন মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট ১৬৮ দশমিক ৮৯ লিটার চোলাই মদ ড্রেনে ঢেলে ধ্বংস করা হয়।