টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি আইনে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান। এর ফলে পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা টিকে রইল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সিডনিতে টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক বাবর আজম। শাদাব খান ও ইফতেখার আহমেদের অর্ধশতকে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার ১৯ বলে ৩৬ রানের ইনিংসে ম্যাচ ফেরার ইঙ্গিত দিয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।

এই জয়ে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে পাকিস্তান। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে সেমির টিকিট পেতে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের; পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকার পরাজয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে।