উইকেট উদ্‌যাপন করছেন অজি ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেনে টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৪৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন।

জবাবে প্রথম ৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ১৩৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।

এই গ্রুপে টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সমান ৫ পয়েন্ট এখন অস্ট্রেলিয়ার। তবে কিউইদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে রানরেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড।

৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। এই চার দলেরই সেমিতে খেলার ভালো সুযোগ থাকছে। টেবিলের শেষ দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট ২।