পেনাল্টি শট নিচ্ছেন করিম বেনজেমা। ছবি : সংগৃহীত

করিম বেনজেমার পেনাল্টি মিসে লা লিগায় এবারের মৌসুমে প্রথম পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার (২ অক্টোবর) রাতে ওসাসুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করায় ছয় ম্যাচ পর রিয়ালের জয়রথ থামল।

গত শনিবার মায়োর্কাকে ১-০ গোলে পরাজিত করেছিল বার্সেলোনা। আর তাই টেবিলের শীর্ষ স্থান পুনরুদ্ধারে রোববার জয় প্রয়োজন ছিল বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদের। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি স্বাগতিকেরা।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা বেনজেমা স্পট কিক থেকে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান। এ ছাড়া তাঁর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

বিরতির আগে কোনাকুনি শটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ৫০ মিনিটে গার্সিয়ার দারুণ এক হেডে ওসাসুনার এক পয়েন্ট নিশ্চিত হয়।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।