থাইল্যান্ডের জঙ্গলে সেনাদের একটি দল। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উত্তরে একটি জঙ্গলে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ৫ মাদক পাচারকারীকে হত্যা করেছেন সেনারা।

দেশটির কর্মকর্তারা শুক্রবার বলেছেন, মাত্র দুই মাসের মধ্যে এই ধরনের মারাত্মক সংঘর্ষের তৃতীয় ঘটনা এটি। খবর বাসসের।

বৃহস্পতিবার ভোরে চিয়াং রাই প্রদেশে এ ঘটনা ঘটেছে, যা থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মধ্যে কুখ্যাত ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ সীমান্ত অঞ্চলের কাছে। এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবারের লাভজনক কেন্দ্র।

সেনাবাহিনীর একটি টহল দল পেছনে ব্যাগসহ পাঁচ সন্দেহভাজন চোরাকারবারির একটি দলের মুখোমুখি হলে তারা তাদের ব্যাগ তল্লাশি করতে অস্বীকার করায় সেনাসদস্যরা গুলিবর্ষণ শুরু করেন। সংঘর্ষ পাঁচ মিনিট স্থায়ী হয়েছিল এবং কোনো সেনা আহত হননি।