ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়ংকর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জন হয়েছে। এতে কয়েক শ মানুষ আহত হয়েছে এবং ধসে পড়া ভবনে লোকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের সন্ধান করছেন।

সোমবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিয়ানজুর শহরের কাছে, যেখানে বেশির ভাগ মানুষ ভবন ও ভূমিধসে মারা গেছেন।

স্থানীয় সামরিকপ্রধান রুডি সালাদিন এএফপিকে বলেন, ‘আজ আমাদের লক্ষ্য হলো ভূমিধসে চাপা পড়া ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়া। এখনো আরও কিছু লোক উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে।’

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, সোমবার অন্ধকার নেমে আসায় অন্তত ২৫ জন এখনো সিয়ানজুরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

মঙ্গলবার সকাল নাগাদ রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি পিএলএন সিয়াঞ্জুরের ৮৯ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছে।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেছেন, ৩০০ জনের বেশি লোক আহত হয়েছে এবং ১৩ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।