তাইজুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ২১তম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। খবর বাসসের।

বিপিএলের এবারের আসরের নবম ম্যাচে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে ৩৭ রানে ১ উইকেট নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নামা তাইজুল। এই শিকারের মাধ্যমে বিপিএলে ৫০ উইকেট পূর্ণ হয় তাইজুলের।

বিপিএলে ৬৭ ম্যাচের ৬৫ ইনিংসে ১৮৯ দশমিক ৫ ওভার বল করে ১ হাজার ৩৯৯ রান দিয়ে ৫০ উইকেট নেন তাইজুল। তাঁর সেরা বোলিং ফিগার ১০ রানে ৩ উইকেট। ইকোনমি রেট ৭ দশমিক ৩৬।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। ৯০ ম্যাচের ৯০ ইনিংসে ৩৩৬ ওভারে ২ হাজার ২০০ রান খরচায় ১২৪ উইকেট নেন তিনি।

বিপিএলের ইতিহাসে ১০০ বা তার বেশি উইকেট শিকারি একমাত্র বোলার সাকিব। ৯৬ উইকেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছেন পেসার রুবেল হোসেন।