আফগানিস্তানের ক্ষমতা আবার তালেবানের হাতে। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সে দেশের নাগরিকেরাই। দেশটির ক্রিকেটার মোহাম্মদ নবী ও রশিদ খানও জানিয়েছেন নিজেদের শঙ্কার কথা। কিন্তু পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি ভিন্ন সুরে কথা বলেছেন।
তাঁর মতে, তালেবান ক্ষমতায় আসায় কোনো ক্ষতি নেই। খবর ইত্তেফাকের।
এক ভিডিও ক্লিপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, ‘তালেবান ইতিবাচক মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে, এতে কোনো সন্দেহ নেই। তারা নারীদের কাজ করা এবং রাজনীতিতে ঢোকার সুযোগ দিচ্ছে। গোষ্ঠীটি ক্রিকেটকেও সমর্থন দিচ্ছে। তালেবান ক্রিকেট পছন্দ করে বলেই আমার বিশ্বাস।’
শহীদ আফ্রিদি সব সময় আঞ্চলিক রাজনীতি নিয়ে সরব থেকেছেন। বিশেষ করে কাশ্মীরি জনগণের অধিকার নিয়ে প্রায়ই কথা বলেন। এবার তালেবানদের প্রতিও তাঁর সমর্থনের জানান দিলেন।